ধাপের হাটের লোহালক্কড়
উত্তরবঙ্গের অন্যতম প্রসিদ্ধ হাটের নাম ধাপ সুলতানগঞ্জ। বগুড়ার দুপচাঁচিয়া এলাকার হাটটি ধাপের হাট নামেও পরিচিত। এই হাটে ঘরবাড়ি তৈরির বিভিন্ন উপকরণ, গৃহস্থালিসামগ্রীসহ বিভিন্ন ধরনের লোহার তৈরি পণ্য বিক্রি করা হয়। প্রতি সপ্তাহের রবি ও বৃহস্পতিবার এই হাট বসে। এই হাটের নানা পণ্য নিয়ে আজকের ছবির গল্প।