বন্যায় ক্ষতিগ্রস্ত জনপদ

বন্যার পানি কমতে শুরু করেছে। এতে সামনে আসছে ক্ষয়ক্ষতির চিত্র। বন্যার পানির তোড়ে ভেঙে গেছে নদীর পাড়। ক্ষতিগ্রস্ত হয়েছে বহু সড়ক। সড়কের মধ্যে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। সেসব গর্তে আটকা পড়ছে যানবাহন। ফলে বন্যাকবলিত এলাকার মানুষের ভোগান্তি যেন কাটছে না।

১ / ৮
এটি যে সড়ক, তা যেন বোঝা দায়। বন্যার পানিতে এমনই ক্ষতিগ্রস্ত হয়েছে ফুলগাজী ইউনিয়নের বিভিন্ন সড়ক। দেড়পাড়া এলাকা, ফুলগাজী, ফেনী
ছবি: সৌরভ দাশ
২ / ৮
সড়কে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। কাদায় ঢাকা। এতে আটকা পড়ছে যানবাহন। গাজীপুর এলাকা, বুড়িচং, কুমিল্লা
ছবি: এম সাদেক
৩ / ৮
তিস্তা সড়ক সেতুর পশ্চিমে নদীশাসন বাঁধটি পানির স্রোতে ভাঙনের মুখে পড়েছে। শঙ্করদহ, গঙ্গাচড়া, রংপুর
ছবি: মঈনুল ইসলাম
৪ / ৮
বন্যার পানির তোড়ে বিলীন হয়েছে নারায়ণপুর-হরিপুর সড়ক। তিতাস, কুমিল্লা
ছবি: প্রথম আলো
৫ / ৮
বন্যায় ভেসে গেছে চলাচলের রাস্তা। সেখানে অস্থায়ী বাঁশের সাঁকো তৈরি করে পার হচ্ছে মানুষ। জাহাপুর-কাউরিয়ারচর সড়ক, দক্ষিণ মানিকগনর, তিতাস, কুমিল্লা
ছবি: আবদুর রহমান ঢালী
৬ / ৮
ক্ষতিগ্রস্ত সড়কে ইট ফেলে মেরামতের চেষ্টা করা। বাতাকান্দি-জাহাপুর সড়ক, খানেবাড়ি গোবিন্দপুর, তিতাস, কুমিল্লা
ছবি: আবদুর রহমান ঢালী
৭ / ৮
অতিবৃষ্টির কারণে নড়িয়া উপজেলার ভোজেশ্বর-কার্তিকপুর সড়কের একাংশ ধসে পড়েছে। এতে যানবাহন চলাচলে সমস্যা হচ্ছে। ফতেজঙ্গপুর এলাকা, শরীয়তপুর
ছবি: সত্যজিৎ ঘোষ
৮ / ৮
বন্যায় ভেঙে গেছে সড়ক। কোমরপানি ভেঙে ত্রাণ নিয়ে যাচ্ছেন বন্যাদুর্গত মানুষ। ফুলগাজী, ফেনী
ছবি: সৌরভ দাশ