সাকরাইনের ঐতিহ্যবাহী ‘মাঞ্জা’
পুরান ঢাকা মানেই উৎসবমুখর পরিবেশ। শনিবার পুরান ঢাকার অন্যতম বড় উৎসব সাক্রাইন বা পৌষ সংক্রান্তি। সাকরাইন উৎসবে ঘুড়ি ওড়ানোই মূল আকর্ষণ। সাকরাইন এলে শুরু হয়ে যায় ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতা, কার ঘুড়ি কে কাটবে! এই কাটাকাটির খেলায় প্রয়োজন হয় ধারালো সুতার। যার ঘুড়ির সুতা যত বেশি ধার কাটাকাটিতে সে তত এগিয়ে থাকবে। এ কাজে বিশেষ কৌশলের প্রয়োজন হয়। তবে সবচেয়ে বেশি প্রয়োজন হয় ধারালো সুতার। আর ধারালো সুতা তৈরির প্রয়োজনেই দরকার হয় মাঞ্জা দেওয়া। মাঞ্জা বলতে সুতার বিশেষ প্রস্তুত প্রক্রিয়াকেই বোঝানো হয়। সাকরাইন উৎসব উপলক্ষে পুরান ঢাকার শিংটোলা এলাকায় বাসার ছাদে বন্ধুরা মিলে ঘুড়ি ওড়ানোর সুতায় মাঞ্জা দিচ্ছে কিশোর ও তরুণেরা। কালের বিবর্তন ও বিদেশি সুতার ভিড়ে বর্তমানে মাঞ্জা দেওয়ার প্রচলন হারিয়ে গেলেও ঐতিহ্যবাহী এ প্রথা ধরে রেখেছে পুরান ঢাকার ‘মাঞ্জা’ নামের একটি সামাজিক ও অলাভজনক সংগঠনের এ সদস্যরা।