শহরের পরিচ্ছন্নতায় শিক্ষার্থীরা

সারা দেশের বিভিন্ন শহরে যান চলাচলে শৃঙ্খলা আনতে আজ বৃহস্পতিবারও রাস্তায় ছিলেন শিক্ষার্থীরা। দলে দলে ভাগ হয়ে সড়কের আবর্জনা থেকে শুরু করে পুড়ে যাওয়া ভবন পরিষ্কার-পরিচ্ছন্নতায় কাজ করেছেন তাঁরা। শিক্ষার্থীদের সঙ্গে যোগ দিচ্ছেন সাধারণ মানুষও।

১ / ৭
যানবাহন নিয়ন্ত্রণ ও যানজট নিরসনে সড়কে কাজ করছেন বিএনসিসি ও রেড ক্রিসেন্টের সদস্যরা। গোয়ালচামট এলাকা, সদর উপজেলা, ফরিদপুর
ছবি: আলীমুজ্জামান
২ / ৭
সিলেটের বিভিন্ন সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ করছেন শিক্ষার্থীরা। হুমায়ুন রশীদ চত্বর, সিলেট
ছবি: আনিস মাহমুদ
৩ / ৭
কুমিল্লা জিলা স্কুলের সীমানাপ্রাচীরের দেয়ালগুলোয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নানা ধরনের প্রতিবাদী কথা লেখা হয়। এখন শিক্ষার্থীরা মিলে দেয়ালগুলো পরিষ্কার করছেন। সেখানে আলপনা আঁকা হবে
ছবি: এম সাদেক
৪ / ৭
খুলনায় ভাঙচুর হওয়া ও আগুনে পোড়া ভবন ও সড়ক পরিষ্কারের কাজ করছেন শিক্ষার্থীরা। আগুনে পোড়া প্রেসক্লাব পরিষ্কার করছেন তাঁরা। খুলনা প্রেসক্লাব
ছবি: সাদ্দাম হোসেন
৫ / ৭
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলের ফটকসংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কের ছিনতাইপ্রবণ এলাকার জঙ্গল পরিষ্কার করছেন শিক্ষার্থীরা
ছবি: প্রথম আলো
৬ / ৭
সড়কে শৃঙ্খলা আনতে কাজ করছেন শিক্ষার্থীরা। শাহবাগ, ঢাকা
ছবি: শুভ্র কান্তি দাশ
৭ / ৭
দেয়াললিখন মুছে দিচ্ছেন কয়েকজন। কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা, ঢাকা
ছবি: শুভ্র কান্তি দাশ