জাপানে বন্যায় চরম দুর্দশা

জাপানের ইশিকাওয়া অঞ্চলে ভারী বৃষ্টিপাতে দেখা দিয়েছে বন্যা। বলা হচ্ছে এমন বৃষ্টিপাত আগে দেখেননি এ অঞ্চলের বাসিন্দারা। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ওয়াজিমা ও সুজু শহর। পানির প্রবল তোড়ে গাছপালা উপড়ে গেছে। জলমগ্ন ঘরবাড়ি। চরম দুর্দশার মধ্যে রয়েছে লোকজন। ইশিকাওয়ায় সর্বোচ্চ জরুরি সতর্কতা জারি করেছে সরকারের আবহাওয়া দপ্তর। গত শনি ও রোববার বন্যার দুর্দশার চিত্র নিয়ে এই ছবির গল্প।

১ / ১০
ভারী বৃষ্টিতে বেড়েছে কোমাতা নদীর পানি
ছবি: এএফপি
২ / ১০
ভূমিধসে ভেসে আসা গাছপালা আটকে আছে ওজিমা শহরের একটি সেতুর নিচে
ছবি: এএফপি
৩ / ১০
বন্যার পানির তোড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ওয়াজিমা শহরের বাড়িঘর
ছবি: এএফপি
৪ / ১০
বন্যার পানিতে ওয়াজিমা শহরে একটি সেতুর সংযোগ সড়ক ভেঙে পড়েছে
ছবি: এএফপি
৫ / ১০
ধ্বংসাবশেষের মধ্যে চলছে উদ্ধার তৎপরতা
ছবি: রয়টার্স
৬ / ১০
জলমগ্ন হয়ে আছে অস্থায়ী বাড়িঘরের সামনের অংশ
ছবি: রয়টার্স
৭ / ১০
প্রবল বৃষ্টিতে সুজু শহরে একটি সড়ক ভেঙেছে। তাতে আটকা পড়েছে গাড়ি
ছবি: এএফপি
৮ / ১০
বন্যার পানিতে ভেসে আসা গাছপালা জমেছে ওয়াজিমা শহরের বাড়িঘরের সামনে
ছবি: রয়টার্স
৯ / ১০
ধ্বংসাবশেষ ও সড়কের কাদা পরিষ্কারের কাজ চলছে
ছবি: এএফপি
১০ / ১০
ধ্বংসাবশেষের মধ্যে নিখোঁজ সন্তানকে খুঁজছেন এক বাবা (মাঝে)
ছবি: এএফপি