সিলেটে বন্যায় সব উপজেলা প্লাবিত

ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে সিলেটের নদ-নদীগুলোর পানি হু হু করে বাড়ছে। প্লাবিত হয়েছে ১৩টি উপজেলার সব কটিই। সুরমা নদীর পানি উপচে সিলেট নগরের বিভিন্ন এলাকার সড়ক ও বাসাবাড়িতে ঢুকে পড়েছে। জেলা প্রশাসনের সর্বশেষ হিসাব বলছে, জেলায় বন্যাক্রান্ত মানুষের সংখ্যা প্রায় পৌনে সাত লাখ। আগামী তিন দিন ভারী বর্ষণের পূর্বাভাস থাকায় বন্যা পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা করা হচ্ছে। ছবিগুলো মঙ্গলবার গোয়াইনঘাট উপজেলা ও সিলেট নগরের বিভিন্ন এলাকা থেকে তোলা।

১ / ১০
কোমরসমান পানি মাড়িয়ে চলেছেন একজন। গোয়াইনঘাট উপজেলার রানীগঞ্জ গ্রামে।
২ / ১০
বাড়িতে বন্যার পানি। তাই আশ্রয়কেন্দ্রে যাচ্ছেন তাঁরা। গোয়াইনঘাটের সালুটিকর এলাকায়।
৩ / ১০
বন্যার পানিতে দুর্ভোগে পড়েছেন সবাই। নৌকায় করে অন্যত্র যাচ্ছেন কয়েকজন। সালুটিকর এলাকায়।
৪ / ১০
পানির স্রোত ঠেলে হাঁটছেন একজন। ছবিটি গোয়াইনঘাটের রানীগঞ্জ গ্রাম থেকে তোলা।
৫ / ১০
ডুবে গেছে বসতঘর। গোয়াইনঘাটের রানীগঞ্জ গ্রাম থেকে তোলা।
৬ / ১০
হু হু করে বাড়ছে সিলেট নগরের সুরমা নদীর পানি। কিনব্রিজ এলাকার চাঁদনীঘাট এলাকা।
৭ / ১০
সুরমা নদীর পানি ঢুকে পড়েছে নগরের কাজিরবাজার এলাকায়।
৮ / ১০
সড়ক আর নদী মিলেমিশে একাকার। কাজিরবাজার এলাকা
৯ / ১০
কাজিরবাজার এলাকায় পানিবন্দী একটি বাড়ি।
১০ / ১০
সিলেট নগরের তালতলা এলাকার চিত্র। বন্যায় অন্তত ৫০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন বলে জানায় সিলেট সিটি করপোরেশন।