পলো দিয়ে মাছ ধরার উৎসব
‘পলো বাওয়া উৎসব’ গ্রামবাংলার ঐতিহ্যের অংশ। ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের চর কৃষ্ণপুর এলাকায় কাইজার কোলে অনুষ্ঠিত হয়েছে পলো উৎসব। নানা বয়সী হাজারো মানুষ অংশ নেন পলো দিয়ে মাছ ধরার উৎসবে। সূর্য ওঠার আগেই হাজারো মানুষের ঢল নামে কাইজার কোলে। কারও হাতে পলো, কারও হাতে জালসহ মাছ ধরার বিভিন্ন উপকরণ। দূরদূরান্ত থেকে পলো হাতে নিয়ে হেঁটে আনন্দ–ফুর্তি করতে করতে মাছ ধরার উৎসবে এসেছেন নানা বয়সী মানুষ। উৎসবে কিশোর থেকে শুরু করে ষাটোর্ধ্ব মানুষও অংশ নেন।