পলো দিয়ে মাছ ধরার উৎসব

‘পলো বাওয়া উৎসব’ গ্রামবাংলার ঐতিহ্যের অংশ। ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের চর কৃষ্ণপুর এলাকায় কাইজার কোলে অনুষ্ঠিত হয়েছে পলো উৎসব। নানা বয়সী হাজারো মানুষ অংশ নেন পলো দিয়ে মাছ ধরার উৎসবে। সূর্য ওঠার আগেই হাজারো মানুষের ঢল নামে কাইজার কোলে। কারও হাতে পলো, কারও হাতে জালসহ মাছ ধরার বিভিন্ন উপকরণ। দূরদূরান্ত থেকে পলো হাতে নিয়ে হেঁটে আনন্দ–ফুর্তি করতে করতে মাছ ধরার উৎসবে এসেছেন নানা বয়সী মানুষ। উৎসবে কিশোর থেকে শুরু করে ষাটোর্ধ্ব মানুষও অংশ নেন।

১ / ৮
পানিতে নামার আগে হাতে–পায়ে তেল মেখে নিচ্ছেন।
২ / ৮
পানিতে নামতে নির্দিষ্ট স্থানে যাচ্ছেন বিভিন্ন বয়সের মানুষ।
৩ / ৮
পলো উঁচু করে এগিয়ে যাচ্ছেন মাছশিকারিরা।
৪ / ৮
পলো দিয়ে মাছ ধরছেন নানা বয়সের মানুষ।
৫ / ৮
মশারির জাল দিয়ে মাছ ধরছেন অনেকেই।
৬ / ৮
পলো দিয়ে মাছ ধরছেন নানা বয়সের মানুষ।
৭ / ৮
পলোর মধ্যে হাত ঢুকিয়ে মাছ ধরা পড়েছে কি না, দেখছেন এক ব্যক্তি।
৮ / ৮
মাছ ধরে দেখাচ্ছেন এক ব্যক্তি।