মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টি

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে চট্টগ্রামসহ দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। এই পরিস্থিতিতে চট্টগ্রাম শহরে আজ বুধবার দুপুর থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। আজ দুপুরে চট্টগ্রাম নগরের নিউমার্কেট মোড়ের কিছু দৃশ্য নিয়ে এই ছবির গল্প।

১ / ১১
বৃষ্টিতে ভিজে নিজের খুচরা বিক্রির দোকানের জন্য সবজি নিয়ে যাচ্ছেন এক নারী
২ / ১১
মাথায় পলিথিন দিয়ে বৃষ্টি থেকে রক্ষা পেতে চেষ্টা করছেন এক ব্যক্তি।
৩ / ১১
বৃষ্টির মধ্যে মোটরসাইকেলে সন্তানকে স্কুল থেকে নিয়ে বাড়ি ফিরছেন এক অভিভাবক। উভয়ের গায়ে রেইনকোট।
৪ / ১১
ঝুম বৃষ্টির মধ্যে রিকশা চালাচ্ছেন কয়েকজন।
৫ / ১১
বৃষ্টি থেকে রক্ষা পেতে মাথায় ফাইল ধরেছেন এক মোটরসাইকেল আরোহী।
৬ / ১১
তীব্র বৃষ্টিতে একটি পিকআপ ভ্যানের ওপর ছাতা মাথায় এক ব্যক্তি।
৭ / ১১
ভিজে স্কুল থেকে ফিরছে এক শিক্ষার্থী।
৮ / ১১
বৃষ্টি থেকে বাঁচতে একটি পিকআপ ভ্যানের ওপর বসে মাথায় পলিথিন ধরেছেন একজন।
৯ / ১১
বৃষ্টিতে ভিজে পিকআপ ভ্যানে চড়ে গন্তব্যের উদ্দেশে কয়েকজন শ্রমজীবী মানুষ।
১০ / ১১
মুখসহ মাথায় পলিথিন দিয়ে রিকশা চালাচ্ছেন একজন।
১১ / ১১
বৃষ্টি থেকে নিজেদের রক্ষায় বন্ধ দোকানের সামনে অপেক্ষা করছেন তাঁরা।