ফেলনা প্লাস্টিক নিয়ে কারবার

চট্টগ্রামনগরের বাকলিয়া বাস্তুহারা এলাকাটি যেন প্লাস্টিকের ‘রাজ্য’। ফেলে দেওয়া বোতল আর প্লাস্টিকের নানা পণ্য সংগ্রহের পর প্রক্রিয়াজাত করার জন্য শুরুতে বাছাই করা হয়। এরপর তা মেশিনে দিয়ে ছোট ছোট টুকরা করা হয়। পরে সেগুলো পরিষ্কার করার জন্য মেশিনের মাধ্যমে মেশানো হয় রাসায়নিক। চৌবাচ্চায় ধুয়ে, এরপর রোদে শুকিয়ে প্যাকেটজাত করা হয়। ফেলনা প্লাস্টিকের টুকরা বিদেশেও রপ্তানি হয়। বাকলিয়ার বাস্তুহারা এলাকা ঘুরে ছবিগুলো সম্প্রতি তোলা—

১ / ১০
সংগ্রহ করা প্লাস্টিকের টুকরি কারখানায় আনা হচ্ছে।
২ / ১০
ফেলনা প্লাস্টিকের পণ্য বাছাইয়ের কাজ চলছে।
৩ / ১০
বাছাই করা প্লাস্টিক বস্তায় ভরে রাখা হয়েছে।
৪ / ১০
সংগ্রহ করা ফেলনা বোতলের লেবেল ছেঁড়ার কাজ করছেন নারী শ্রমিকেরা।
৫ / ১০
ফেলনা প্লাস্টিকের বোতল বাছাই করে বস্তায় ভরে রাখা হচ্ছে।
৬ / ১০
রং অনুযায়ী বাছাই করা বোতল আলাদা আলাদা বস্তায় রাখা হয়েছে।
৭ / ১০
কাটা হচ্ছে প্লাস্টিকের ফেলনা ড্রাম।
৮ / ১০
প্লাস্টিকের ফেলনা পণ্য বাছাইয়ের কাজে ব্যস্ত শ্রমিকেরা।
৯ / ১০
পাহাড়সমান প্লাস্টিকের বোতল বাছাই করছেন এক নারী শ্রমিক।
১০ / ১০
বাছাই করা ফেলনা প্লাস্টিক মেশিনের মাধ্যমে গুঁড়া করা হয়।