জাতিসংঘের সদর দপ্তরে ঐতিহাসিক সব ভাস্কর্য

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে চলছে সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশন। সেখানে সমবেত হয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানেরা। এতে শহরটি যেন বিশ্বনেতাদের মিলনমেলায় পরিণত হয়েছে। জাতিসংঘের সদর দপ্তরের প্রাঙ্গণে রয়েছে বিভিন্ন সময় স্থাপিত ঐতিহাসিক বেশ কিছু ভাস্কর্য। সেসব ভাস্কর্যের কয়েকটি নিয়েই ছবির এ গল্প।

১ / ৮
ম্যানহাটানে জাতিসংঘের সদর দপ্তরে ছায়াঘেরা পরিবেশে শোভা পাচ্ছে ভাস্কর্য।
২ / ৮
জাতিসংঘের সচিবালয় ভবনের সামনে অবস্থিত এই ভাস্কর্যের নাম নন–ভায়োলেন্স বা অহিংস।
৩ / ৮
ভারতের স্বাধীনতা আন্দোলনের অগ্রগামী নেতা মহাত্মা গান্ধীর ভাস্কর্য।
৪ / ৮
দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী নেতা নেলসন ম্যান্ডেলার একটি ভাস্কর্য আছে জাতিসংঘের সদর দপ্তরে।
৫ / ৮
জাতিসংঘের সদর দপ্তরের উত্তর অংশে রয়েছে ‘অ্যারাইভাল’ বা আগমন নামের একটি ভাস্কর্য। এটি আয়ারল্যান্ডের জনগণের পক্ষ থেকে জাতিসংঘকে উপহার হিসেবে দেওয়া হয়েছে।
৬ / ৮
পৃথিবীর আদলে তৈরি গোলকের মতো এই ভাস্কর্য রয়েছে জাতিসংঘের সদর দপ্তরে।
৭ / ৮
জাতিসংঘের সদর দপ্তরে থাকা এই ভাস্কর্য গ্রিসের পক্ষ থেকে উপহার হিসেবে দেওয়া হয়েছে। প্রাচীন এ ভাস্কর্য পাওয়া গিয়েছিল সমুদ্রের তলদেশে।
৮ / ৮
জাতিসংঘের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১৯৯০ সালে ভাস্কর্যটি উপহার হিসেবে দিয়েছিল তৎকালীন সোভিয়েত ইউনিয়ন।