চট্টগ্রামের ফুটপাতে পিঠার স্বাদ

চট্টগ্রাম নগরের বিভিন্ন সড়কে ও ফুটপাতের ভাসমান দোকানে যেন চলছে শীতের পিঠা উৎসব। চিতই, ভাপা ও তেলে ভাজা নানা পিঠা খেতে দোকানগুলোতে ভিড় করছেন লোকজন। চুলা থেকে নামানো গরম-গরম এসব পিঠা নানা রকমের ভর্তা দিয়ে খান বিভিন্ন বয়সের লোকজন। এসব পিঠার ধরনভেদে দাম পড়ে ৫ থেকে ১৫ টাকা করে। সন্ধ্যায় চট্টগ্রাম নগরের কাজির দেউড়ি এলাকায় পিঠার ভাসমান দোকান নিয়ে ছবির গল্প

১ / ৮
পিঠা হয়েছে কি না, তা দেখা হচ্ছে
২ / ৮
চিতই পিঠা ভাজা হচ্ছে
৩ / ৮
ধোঁয়া ওঠা গরম পিঠা খাওয়ার মজাই আলাদা
৪ / ৮
নারকেল ও খেজুরের গুড় দিয়ে বানানো হয়েছে ভাপা পিঠা
৫ / ৮
পিঠার দোকান ঘিরে ক্রেতাদের ভিড়
৬ / ৮
সাজিয়ে রাখা হয়েছে চিতই পিঠা
৭ / ৮
পিঠার সঙ্গে খাওয়ার জন্য বানানো কয়েক রকম মাছের ভর্তা
৮ / ৮
সড়কের পাশে পিঠার দোকান