বুয়েটে শিক্ষার্থীদের বিক্ষোভ
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ক্যাম্পাসে বুধবার দিবাগত মধ্যরাতে ছাত্রলীগের নেতা-কর্মীরা দল বেঁধে প্রবেশ করেন। এর প্রতিবাদে বুয়েটের শিক্ষার্থীরা আজ শুক্রবার বেলা দুইটায় ক্যাম্পাসের শহীদ মিনারের সামনে জড়ো হন। শিক্ষার্থীরা ছাত্ররাজনীতির বিরুদ্ধে নানা স্লোগান–সংবলিত পোস্টার নিয়ে প্রতিবাদে অংশ নেন। পরে সেখান থেকে মিছিল নিয়ে তাঁরা প্রশাসনিক ভবনের দিকে গিয়ে ছাত্রকল্যাণ পরিদপ্তরের পরিচালকের (ডিএসডব্লিউ) কার্যালয়ের সামনে অবস্থান নেন। একপর্যায়ে উপাচার্য এসে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। কিন্তু তাঁদের পাঁচ দফা দাবি পূরণের দাবিতে সন্ধ্যার পরেও সেখানে অবস্থান করেন। পরে রাত আটটার দিকে তাঁরা আগামীকাল শনিবার সকাল আটটায় আবার সমাবেশের ঘোষণা দিয়ে এদিনের কর্মসূচি শেষ করেন।
১ / ১০
২ / ১০
৩ / ১০
৪ / ১০
৫ / ১০
৬ / ১০
৭ / ১০
৮ / ১০
৯ / ১০
১০ / ১০