দেশলাইয়ের প্রদর্শনী

আন্তর্জাতিকভাবে দেশলাই ও মোড়ক প্রদর্শনীর বড় আয়োজন হয়ে গেল ঢাকায়। রোববার শেষ হওয়া তিন দিনব্যাপী এ আয়োজনের আয়োজক ছিল বাংলাদেশ ম্যাচ বক্স ক্লাব। সঙ্গে ছিল অস্ট্রেলিয়ান ম্যাচ বক্স কাভার কালেক্টরস সোসাইটি। বিশ্বসাহিত্য কেন্দ্রে এই প্রদর্শনীতে ছিল দেশি-বিদেশি নানা ধরনের দেশলাইয়ের বক্স। এখানে বাংলাদেশ ছাড়াও ভিয়েতনাম, জাপান, ইউক্রেন, সার্বিয়া, পোল্যান্ড, ব্রাজিল, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পাপুয়া নিউগিনির দেশলাই স্থান পেয়েছে।

১ / ১৩
বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও বীরশ্রেষ্ঠদের ছবি দিয়ে দেশলাইয়ের নকশা করা হয়েছে।
২ / ১৩
প্রদর্শনী ঘুরে দেখছেন দর্শনার্থীরা।
৩ / ১৩
ডাকটিকিটের ছবি দিয়ে নকশা করা হয় দেশলাইয়ের।
৪ / ১৩
বিশ্ববিখ্যাত টাইম ম্যাগাজিন প্রচ্ছদের ছবি দিয়ে নকশা করা হয় এসব দেশলাই বক্সের।
৫ / ১৩
বিভিন্ন দেশের দেশলাইয়ের সংগ্রহ।
৬ / ১৩
অস্ট্রেলিয়ার ডেভিড ফিগের সংগ্রহ দেখছেন দর্শনার্থীরা।
৭ / ১৩
বিশ্বের বিভিন্ন নেতাদের ছবিসংবলিত দেশলাই।
৮ / ১৩
ইউরোপ-অস্ট্রেলিয়ার পুরোনো দিনের কাঠের তৈরি দেশলাইয়ের বক্স।
৯ / ১৩
প্রদর্শনী দেখছেন এক দর্শনার্থী।
১০ / ১৩
হলিউডের বিখ্যাত অভিনেত্রী ও ফ্যাশন আইকন অড্রে হেপবার্নের ছবিসংবলিত দেশলাইয়ের বক্স।
১১ / ১৩
বিংশ শতাব্দীতে ব্যবহার হতো পিতলের দেশলাইয়ের বক্স।
১২ / ১৩
রানি এলিজাবেথের ছবিসংবলিত দেশলাইয়ের বক্স।
১৩ / ১৩
অস্ট্রেলিয়ার বিখ্যাত দেশলাই কোম্পানি প্লাইফাইবারের তৈরি দেশলাইয়ের বক্স।