সাগরপাড়ে পর্যটকেরা

শীতে সাগর ছুঁয়ে আসেন অনেকে। কক্সবাজার সমুদ্রসৈকত এখন পর্যটকমুখর। সাগরের সৌন্দর্য তো রয়েছেই, সৈকতেও পর্যটকদের আকৃষ্ট করতে আছে নানা ব্যবস্থা। কক্সবাজারে গিয়ে ছবিগুলো তুলেছেন কুমিল্লার এম সাদেক

১ / ৯
সকাল সকালই সাগরতীরে ভিড় করেন পর্যটকেরা
২ / ৯
ছোট–বড় নানা আকারের ঘোড়ায় চড়ে ঘুরে বেড়ান পর্যটকেরা
৩ / ৯
সৈকতে ফেলা পরিত্যক্ত প্লাস্টিক দিয়ে বানানো হয়েছে বিশাল দানব। পরিবেশ দূষণের প্রভাব বোঝাতেই এই দানব বানানো হয়েছে
৪ / ৯
সাগরপাড়ে রাখা হয়েছে সাম্পানগুলো
৫ / ৯
ঝাউবাগানের ফাঁক দিয়ে সমুদ্রের সৌন্দর্য
৬ / ৯
লবণ সংরক্ষণের কাজ চলছে
৭ / ৯
সমুদ্রের তীরে বেড়াচ্ছেন পর্যটকেরা
৮ / ৯
কক্সবাজার সৈকতে শত শত আলোকচিত্রীকে দেখা যায়। তাঁরা পর্যটকদের ছবি তুলে দেন
৯ / ৯
সূর্যাস্তে সাগরের সৌন্দর্য