ছবিতে জাতীয় গণিত উৎসবের সমাপনী

‘ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসব ২০২৪’-এর দুই দিনব্যাপী জাতীয় পর্বের সমাপনী ছিল আজ শনিবার। সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলে অনুষ্ঠিত এই উৎসবে আঞ্চলিক পর্বে বিজয়ী ১ হাজার ৩৫০ শিক্ষার্থী অংশ নেয়। ‘গণিত শেখো, স্বপ্ন দেখো’ স্লোগান সামনে রেখে ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের পৃষ্ঠপোষকতা ও প্রথম আলোর ব্যবস্থাপনায় বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি ২২তম বারের মতো এ উৎসবের আয়োজন করে।

গণিতের পটচিত্র, দেশাত্মবোধক গান পরিবেশনাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে এই অনুষ্ঠান শেষ হয়।

১ / ১০
জাতীয় গণিত উৎসবে মঞ্চে আমন্ত্রিত অতিথিরা।
২ / ১০
একে একে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
৩ / ১০
সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলে জাতীয় গণিত উৎসবের সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
৪ / ১০
হাত তুলে ‘মাদক’, ‘মিথ্যা’ ও ‘মুখস্থ’—এই তিনকে ‘না’ বলছে শিক্ষার্থীরা।
৫ / ১০
প্রশ্ন করছেন এক অভিভাবক।
৬ / ১০
‘গণিতের পট’ নিয়ে মঞ্চে আসেন খুলনার ‘রূপান্তর থিয়েটার’–এর শিল্পীরা৷
৭ / ১০
থিয়েটার কোরিওগ্রাফি দল ‘কাদামাটি’ পরিবেশন করে দেশাত্মবোধক পরিবেশনা।
৮ / ১০
মুখ দিয়ে নানা বাদ্যযন্ত্রের শব্দ করে বিটবক্সিং করে শোনান ‘বিটমসফিয়ার’-এর সদস্যরা।
৯ / ১০
ফলাফল নিয়ে চিন্তিত শিক্ষার্থীরা!
১০ / ১০
গণিত উৎসবে বিজয়ী ও সঙ্গে অতিথিরা।