বিবিরহাটে গরুর যত্নে ব্যস্ত সালমা

চট্টগ্রাম নগরে কোরবানির পশুর হাট বিবিরহাটে ১৪টি গরু নিয়ে এসেছেন বিক্রেতা সালমা খাতুন। হাটে তিনিই একমাত্র নারী বিক্রেতা। সালমার বাড়ি চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নে। বাড়ির পাশেই তাঁর ছোট্ট খামার। সেখান থেকেই ৫৭০ কিলোমিটার দূরের বন্দরনগরে গরু বিক্রি করতে আসেন এই বিক্রেতা। এই হাটে ছোট ও মাঝারি গরুর চাহিদা বেশি থাকে বললেন সালমা। গত বুধবার বিবিরহাট পশুর হাট থেকে ছবিগুলো তোলা।

১ / ৫
গরুকে খাওয়ানোর জন্য গামলায় ভুসি ঢালছেন সালমা।
২ / ৫
পানি দিয়ে ভুসি মিশিয়ে নিচ্ছেন।
৩ / ৫
গরুর জন্য খাবার নিয়ে যাচ্ছেন।
৪ / ৫
গরুকে খাওয়ানো হচ্ছে।
৫ / ৫
গরুকে শুকনা ঘাস খাওয়াচ্ছেন সালমা।