ট্রেনে আগুন: নিখোঁজ স্বজনের সন্ধান, আহাজারি

রাজধানীর গোপীবাগে গতকাল শুক্রবার রাতে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন দেওয়া হয়। ভয়াবহ এ আগুনে পুড়ে মারা গেছেন চারজন। ট্রেনটি বেনাপোল থেকে যাত্রী নিয়ে ঢাকায় আসছিল। এ ঘটনায় নিখোঁজ ব্যক্তিদের খুঁজতে হাসপাতালে ভিড় করছেন স্বজনেরা। ছবিগুলো গোপীবাগ, কমলাপুর রেলস্টেশন ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তোলা।

১ / ৯
গতকাল রাতে রাজধানীর কমলাপুর রেলস্টেশনে পৌঁছানোর কিছুক্ষণ আগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন দেওয়া হয়
ছবি: দীপু মালাকার
২ / ৯
ট্রেনে আগুন দেওয়ার ঘটনার পর সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা
ছবি: শুভ্র কান্তি দাশ
৩ / ৯
রাজধানীর গোপীবাগে ট্রেনে আগুন দেওয়ার ঘটনার পর প্রিয়জনকে খুঁজে না পেয়ে কান্নায় ভেঙে পড়েন এক স্বজন
ছবি: শুভ্র কান্তি দাশ
৪ / ৯
গোপীবাগে প্রিয়জনের মরদেহ শনাক্ত করার পর স্বজনের আহাজারি
ছবি: দীপু মালাকার
৫ / ৯
নিখোঁজ স্বজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে খুঁজতে এসে দুই স্বজনের কান্না
ছবি: শুভ্র কান্তি দাশ
৬ / ৯
কমলাপুর রেলস্টেশনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বেনাপোল এক্সপ্রেসের পুড়ে যাওয়া বগি দেখছেন
ছবি: শুভ্র কান্তি দাশ
৭ / ৯
আগুনে পুড়ে গেছে ট্রেনের পুরো বগি
ছবি: শুভ্র কান্তি দাশ
৮ / ৯
পুড়ে যাওয়া বগিতে হয়তো কোনো শিশু ছিল। সঙ্গে থাকা বই পুড়ে গেছে। পড়ে আছে বইয়ের পোড়া পাতা। কিন্তু শিশুটির ভাগ্যে কী ঘটেছে, তা অজানা রয়ে গেছে
ছবি: শুভ্র কান্তি দাশ
৯ / ৯
কমলাপুর রেলস্টেশনে আজ বিজিবির সদস্যদের সতর্ক অবস্থান
ছবি: শুভ্র কান্তি দাশ