এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের সমাবর্তন অনুষ্ঠান

মঞ্চে ঘোষণার সঙ্গে সঙ্গে একযোগে মাথার কালো টুপি আকাশে ছুড়ে মারলেন প্রায় সাড়ে ৩০০ গ্র্যাজুয়েট। চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন (এইউডব্লিউ) থেকে ২০২৩, ২০২৪ ও ২০২৫ সালে তাঁরা স্নাতক ও স্নাতকোত্তর শেষ করেছেন। তাঁদের মধ্যে বাংলাদেশ, ইয়েমেন, আফগানিস্তান, মিয়ানমারসহ ১৮টি দেশের শিক্ষার্থী রয়েছেন। বুধবার সকালে নগরের বায়েজিদ আরেফিন নগরে এইউডব্লিউর স্থায়ী ক্যাম্পাসে।  

১ / ৯
সমাবর্তন অনুষ্ঠানে বক্তা ও অতিথিরা।
২ / ৯
টুপি উড়িয়ে উল্লাস।
৩ / ৯
এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের লোগো।
৪ / ৯
লাইন ধরে সনদ নিতে যাচ্ছেন নতুন গ্র্যাজুয়েটরা।
৫ / ৯
কোলে শিশু নিয়ে সমাবর্তনে যোগ দিয়েছেন এই গ্র্যাজুয়েট।
৬ / ৯
গ্র্যাজুয়েটদের জন্য রাখা সনদ।
৭ / ৯
সনদ নেওয়ার পর একজন অন্যজনকে জড়িয়ে ধরে উল্লাস প্রকাশ করেন।
৮ / ৯
সমাবর্তন উপলক্ষে আয়োজিত প্রদর্শনী।
৯ / ৯
সমাবর্তনে প্রধান বক্তার বক্তব্য দেন যুক্তরাষ্ট্রের ওয়েলেসলি কলেজের প্রেসিডেন্ট পওলা এ জনসন।