পূজার অনুষঙ্গ

শারদীয় দুর্গোৎসবের আর বেশি দেরি নেই। পূজায় নানা ধরনের অনুষঙ্গের প্রয়োজন হয়। কাঁসা বা পিতলের উপকরণ ব্যবহৃত হয় বেশি। বগুড়ার শেরপুর উপজেলার সান্যালপাড়া এলাকায় শ্রীশ্রী রাধা-কৃষ্ণের লীলা স্মরণানুষ্ঠানে পূজার উপকরণের পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা।

১ / ৯
পিতলের তৈরি করতাল
২ / ৯
বাহারি নকশার ঘট
৩ / ৯
পিতলের তৈরি পঞ্চপ্রদীপ
৪ / ৯
পূজায় ব্যবহৃত পিতলের কিছু সরঞ্জাম
৫ / ৯
পিতলের আসন
৬ / ৯
বাহারি নকশার ছোট–বড় থালা
৭ / ৯
বিভিন্ন প্রদীপ
৮ / ৯
বিক্রির জন্য সাজিয়ে রাখা হয়েছে পূজার বিভিন্ন অনুষঙ্গ
৯ / ৯
পূজার বিভিন্ন উপকরণ কেনা–বেচা চলছে