পাবনায় বাউত উৎসব
পাবনায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী বাউত উৎসব। এ উৎসবে পলো, জালসহ বিভিন্ন উপকরণ নিয়ে দল বেঁধে বিলে মাছ ধরতে নামে শৌখিন মৎস্যশিকারিরা। নভেম্বরের শেষে অথবা ডিসেম্বরের প্রথম দিকে শুরু হয় মাসব্যাপী এই উৎসব। প্রতি সপ্তাহের শনি ও মঙ্গলবার ভোর থেকে বেলা ১১টা পর্যন্ত চলে মাছ ধরা। এ উৎসব দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন উৎসাহী লোকজন। পাবনার ভাঙ্গুড়া উপজেলার রহুল বিলের চিত্র নিয়ে আজকের ছবির গল্প।
১ / ১০
২ / ১০
৩ / ১০
৪ / ১০
৫ / ১০
৬ / ১০
৭ / ১০
৮ / ১০
৯ / ১০
১০ / ১০