পাহাড়ে বৈসাবির আয়োজন

পার্বত্য চট্টগ্রামের বর্ষবরণ ও বিদায়ের অনুষ্ঠান বৈসাবি। চাকমা, মারমা ও ত্রিপুরাদের বর্ষবরণ ও বিদায়ের উৎসবের আদ্যক্ষর নিয়ে হয়েছে ‘বৈসাবি।’ এর মধ্যে আছে ত্রিপুরাদের ‘বৈসুক’, মারমাদের ‘সাংগ্রাই’ আর চাকমাদের ‘বিজু’। তবে অন্যান্য জাতিসত্তার মানুষও বিষু, বিহু, সাংক্রায়ন নামে এ উৎসব আয়োজন করেন পাহাড়ে। শুক্রবার চাকমাদের ফুল বিজু। ত্রিপুরারা দিনটিকে বলেন ‘হারি বৈসুক’। খাগড়াছড়ি ও রাঙামাটি থেকে ছবিগুলো তুলেছেন জয়ন্তী দেওয়ান ও সুপ্রিয় চাকমা।

১ / ১২
ফুলের ডালি হাতে দুই তরুণী। কাপ্তাই হ্রদ, রাঙামাটি
ছবি: সুপ্রিয় চাকমা
২ / ১২
ফুল ভাসানোর অপেক্ষায় এক শিশু। রাঙামাটি
ছবি: সুপ্রিয় চাকমা
৩ / ১২
কাপ্তাই হ্রদে ফুল ভাসাচ্ছে এক শিশু। রাঙামাটি
ছবি: সুপ্রিয় চাকমা
৪ / ১২
কাপ্তাই হ্রদের পানিতে ফুল ভাসাচ্ছেন এক তরুণী। রাঙামাটি
ছবি: সুপ্রিয় চাকমা
৫ / ১২
প্রার্থনারত নারীরা। রাঙামাটি
ছবি: সুপ্রিয় চাকমা
৬ / ১২
সেলফি, কাপ্তাই হ্রদের তীরে। রাঙামাটি
ছবি: সুপ্রিয় চাকমা
৭ / ১২
কলাপাতার ওপর ফুল সাজাচ্ছেন নারীরা। রাঙামাটি
ছবি: সুপ্রিয় চাকমা
৮ / ১২
বিজুতে অংশ নিতে এসেছে শিশুরাও। রাঙামাটি
ছবি: সুপ্রিয় চাকমা
৯ / ১২
ফুলের ডালি হাতে হাস্যোজ্জ্বল এক শিশু। রাঙামাটি
ছবি: সুপ্রিয় চাকমা
১০ / ১২
সেলফি তুলছেন দুই তরুণী। পানছড়ি রাবারড্যাম, খাগড়াছড়ি
ছবি: জয়ন্তী দেওয়ান
১১ / ১২
বিজু উৎসবে দুই তরুণী। খাগড়াছড়ি
ছবি: জয়ন্তী দেওয়ান
১২ / ১২
চেঙ্গী নদীতে ভাসছে ফুল। খাগড়াছড়ি
ছবি: জয়ন্তী দেওয়ান