জামদানির কদর

ঐতিহ্যবাহী জামদানি শাড়ির আবেদন চিরন্তন। বিভিন্ন উৎসব–আয়োজনে নিজেকে সাজাতে বাঙালি নারীর পছন্দের তালিকায় শুরুর দিকেই থাকে জামদানি। তবে এখন জামদানি শুধু শাড়িতে সীমাবদ্ধ নয়; বরং জামদানি নিয়ে ব্যাগ, মালা, জুতাসহ নানা পণ্য তৈরি হচ্ছে। জনপ্রিয়তাও বেশ। সম্প্রতি রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে জামদানি শাড়ি ও জামদানি পণ্যের ছবিগুলো তোলা হয়েছে—

১ / ৮
জামদানি দিয়ে তৈরি সুন্দর একটি হাতব্যাগ। গো দেশি, বনানী থেকে তোলা
২ / ৮
সুতার ঘন কাজের একটি জামদানি শাড়ি দেখাচ্ছেন বিক্রেতা। সানরাইজ প্লাজা, ধানমন্ডি থেকে তোলা
৩ / ৮
সুতি শাড়িতেও রয়েছে জামদানির বিভিন্ন নকশা। টাঙ্গাইল শাড়ি কুটির, বেইলি রোড থেকে তোলা
৪ / ৮
জামদানির নকশায় এমন মালা এখন তরুণীদের কাছে বেশ জনপ্রিয়। নিউমার্কেট থেকে তোলা
৫ / ৮
বিক্রয়কেন্দ্রের হ্যাঙ্গারে ঝুলছে রংবেরঙের জামদানি শাড়ি। টাঙ্গাইল শাড়ি কুটির, বেইলি রোড থেকে তোলা
৬ / ৮
জামদানি শাড়ির দাম কম না বেশি হবে, তা নির্ভর করে শাড়ির গাঁথুনি আর সুতার কাউন্টের ওপর। টাঙ্গাইল শাড়ি কুটির, বেইলি রোড থেকে তোলা
৭ / ৮
ক্রেতাদের নজর কাড়ে হরেক রঙের জামদানি শাড়ি। সানরাইজ প্লাজা, ধানমন্ডি থেকে তোলা
৮ / ৮
ক্রেতাকে দেখানো হচ্ছে নীলরঙা একটি জামদানি শাড়ি। টাঙ্গাইল শাড়ি কুটির, বেইলি রোড থেকে তোলা