মায়াবী ‘মাঝের লেক’

সিলেটের সীমান্তবর্তী কোম্পানীগঞ্জ উপজেলার উত্তর রনিখাই ইউনিয়নের মাঝেরগাঁও গ্রাম। মেঘালয় পাহাড়ঘেঁষা গ্রামটি ছবির মতোই সবুজ-শ্যামল সুন্দর। এখানেই আছে মায়াবী ‘মাঝের লেক’। এখানে মাছ চাষ করেন স্থানীয় লোকজন। সিলেট থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরত্বে মেঘালয় পাহাড়ের কোলে মাঝেরগাঁও গ্রামে ঘুরতে এসে অনেকেই এই হ্রদে ঘুরে যান। ছবিগুলো সম্প্রতি তোলা

১ / ৮
ওপারে মেঘালয় পাহাড়, এপারে মাঝেরগাঁও গ্রাম
২ / ৮
লেকের চারপাশে রয়েছে বসতি
৩ / ৮
পাহাড়ের কোল ছুঁয়ে আছেহ্রদটি
৪ / ৮
হ্রদের পানি টলমলে
৫ / ৮
হ্রদের এপার-ওপারে চলাচলের জন্য রয়েছে বাঁশের সাঁকো
৬ / ৮
হ্রদের এক পাশে বড়শি দিয়ে মাছ ধরছেন এক ব্যক্তি
৭ / ৮
মাঝেরগাঁও গ্রামটি ছবির মতো সুন্দর
৮ / ৮
মাঝেরগাঁওয়ে রয়েছে সবুজ খেলার মাঠ