আখের ভরা মৌসুম
কুমিল্লার বরুড়া উপজেলা আখ চাষের জন্য প্রসিদ্ধ। এখন চলছে আখের ভরা মৌসুম। ব্যস্ত সময় পার করছেন আখচাষিরা। কেউ আখ কাটছেন, আবার কেউ আখ বিক্রির জন্য বাজারে নিয়ে যাচ্ছেন। এ বছর আখের ভালো দাম পাওয়ার কথা জানিয়েছেন কয়েকজন আখচাষি। প্রতিটি আখ আকার ও মানভেদে পাইকারি ৪০-৫৫ টাকা এবং খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৬০-৮০ টাকায়। মাঠ ও বাজার ঘুরে আখ নিয়ে কর্মযজ্ঞ তুলে ধরা হলো।