সাদাকালোয় পদ্মা নদী

উত্তরাঞ্চলে পৌষের শুরুতে শীত বেড়েছে। বেশির ভাগ সকালই থাকে কুয়াশায় ঢাকা। পানি কম থাকলেও  রাজশাহীতে  কুয়াশাচ্ছন্ন সকালের পদ্মার সৌন্দর্য অন্যরকম। সাদাকালো ছবিতে দেখে নিন পদ্মার সৌন্দর্য।

১ / ৯
ঘন কুয়াশায় ঢাকা পদ্মা নদী
২ / ৯
চরে গরুর পাল
৩ / ৯
পদ্মার পাড়েই থাকেন তাঁরা
৪ / ৯
শীতে জবুথবু বসে আছে কাকগুলো
৫ / ৯
উঁকি দিচ্ছে সূর্য
৬ / ৯
বিকেলেও ছিল কুয়াশা। নদীর পাড়ে বেড়াচ্ছে কয়েকজন
৭ / ৯
চরে কাটা হচ্ছে কাশবন
৮ / ৯
দেখে মনে হয় ভোরবেলা কুকুরটি যেন শরীরচর্চায় ব্যস্ত
৯ / ৯
এই সকালেই নদীতে গোসল করছেন একজন