তিস্তার চরে ফসলের সম্ভার

শুষ্ক মৌসুমে তিস্তার বুকে জেগে ওঠে চর। এতে আবাদ হয় ভুট্টা, আলু, মিষ্টিকুমড়া, পেঁয়াজ, রসুনসহ নানা শস্য। ভোর থেকেই শুরু হয় কর্মচাঞ্চল্য। সারা দিন ব্যস্ত সময় কাটে কিষান-কিষানির। তিস্তার রংপুরের গঙ্গাচড়া অংশ থেকে ছবিগুলো সম্প্রতি তোলা।

১ / ১২
সকালের সোনালি রোদে কাজে ছুটছেন একদল কিষানি।
২ / ১২
রসুনখেতে পানি দিচ্ছেন এক কৃষক।
৩ / ১২
চলছে দল বেঁধে আলু তোলা।
৪ / ১২
ভুট্টাখেতের পরিচর্যায় ব্যস্ত দুই কৃষক।
৫ / ১২
নতুন জেগে ওঠা চরে চলছে বোরো ধান রোপণ।
৬ / ১২
বীজতলা থেকে চারা তুলছেন কৃষকেরা।
৭ / ১২
ফসলের খেতে যাচ্ছেন এক চাষি।
৮ / ১২
মাঠে খাবার নিয়ে যাচ্ছেন এক নারী।
৯ / ১২
পানি দেওয়া হচ্ছে মিষ্টিকুমড়ার খেতে।
১০ / ১২
নৌকা নিয়ে চরে যাওয়ার প্রস্তুতি এক কৃষকের।
১১ / ১২
রসুনখেতে নিড়ানি দিচ্ছেন কিষানি।
১২ / ১২
কাজ শেষে বাড়ি ফিরছেন এক কৃষক।