খেজুরের রস থেকে গুড় তৈরি

শীত মৌসুমের সঙ্গে খেজুরের রস ও গুড় জড়িয়ে আছে। পিঠাপুলির অন্যতম উপকরণ গুড়। রাজশাহী থেকে মতিউর, আবু বকর ও মাজদার খুলনায় এসেছেন খেজুরগাছ কেটে তা থেকে রস সংগ্রহ করে গুড় তৈরি করে তা বিক্রির জন্য। আশ্বিন মাসের মাঝামাঝি সময়ে খুলনার দৌলতপুর কৃষি কলেজ এলাকার এসে সেখানকার প্রায় ২৫০টি খেজুরগাছ কাটা শুরু করেন। কার্তিক মাসের মাঝামাঝি সময়ে রস পাওয়া শুরু হয় গাছ থেকে। খুলনা শহরেই টাটকা গুড় তৈরি হয় শুনে অনেকেই আসেন রস ও গুড় কিনতে। প্রতি কেজি পাটালি গুড় ৪০০ টাকা ও পাতলা গুড় ৩৫০ টাকা বিক্রি করেন তাঁরা। খেজুর রস সংগ্রহ থেকে গুড় তৈরির ছবি নিয়ে ছবির গল্প।

১ / ১০
দিনের আলো ফোটার আগে থেকে শুরু হয় গাছ থেকে রস সংগ্রহ
২ / ১০
একটু দূরের এলাকা থেকে রস সংগ্রহ করতে প্রয়োজন হয় সাইকেলের
৩ / ১০
রস ঢালা হচ্ছে তাফালে
৪ / ১০
রস ফুটে উঠলে ফেনা হয়। নেট দিয়ে সেই ফেনা ফেলে দেওয়া হচ্ছে
৫ / ১০
রস থেকে পাতলা গুড় তৈরি হয়েছে
৬ / ১০
পাটালি গুড় তৈরি করতে গরম থাকতে গুড়কে এভাবে ঘষা হয়
৭ / ১০
পাতলা গুড় তৈরি। নামানো হচ্ছে তাফাল থেকে
৮ / ১০
পাতলা গুড়কে দানাযুক্ত গুড়ে রূপান্তরিত করা হচ্ছে
৯ / ১০
গরম গুড় পাটালি করার প্রক্রিয়া চলছে
১০ / ১০
ঠান্ডা হলে চৌকোনা করে কেটে বিক্রি হয়