হেলে পড়া ভবনের বাসিন্দাদের সরানো হয়নি
চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা নিরসন প্রকল্পের আওতায় গয়না খালের পাড়ে পাইলিংয়ের কাজ চলছে। এর মধ্যে গত শনিবার ভূমিকম্পে ভবনটিতে ফাটল ধরে। এতে ভবনের নিচের কিছু অংশে ধস দেখা দিয়েছে। ভবনটির ওপরের অংশ হেলে পাশের ভবনের সঙ্গে লেগে যায়। ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়া সত্ত্বেও এখনো সরানো হয়নি সেখানকার বাসিন্দাদের। চট্টগ্রাম নগরের পাহাড়তলী গয়না খালের শাহ মডেল হাউজিং সোসাইটিতে।
১ / ১১
২ / ১১
৩ / ১১
৪ / ১১
৫ / ১১
৬ / ১১
৭ / ১১
৮ / ১১
৯ / ১১
১০ / ১১
১১ / ১১