কাজীর দেউড়িতে বিজয় মেলা
চট্টগ্রাম নগরের কাজীর দেউড়ি এলাকায় সার্কিট হাউসসংলগ্ন পরিত্যক্ত শিশুপার্কে ছয় দিনব্যাপী বিজয় মেলা শুরু হয়েছে। বিজয়ের ৫৩ বছর পূর্তিতে ‘চলো দুর্জয় প্রাণের আনন্দে’ প্রতিপাদ্যে এই মেলার আয়োজন করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। মেলায় মাটির জিনিস, কাপড়, বই, অলংকারসহ নানা পসরা বসেছে।