কাজীর দেউড়িতে বিজয় মেলা

চট্টগ্রাম নগরের কাজীর দেউড়ি এলাকায় সার্কিট হাউসসংলগ্ন পরিত্যক্ত শিশুপার্কে ছয় দিনব্যাপী বিজয় মেলা শুরু হয়েছে। বিজয়ের ৫৩ বছর পূর্তিতে ‘চলো দুর্জয় প্রাণের আনন্দে’ প্রতিপাদ্যে এই মেলার আয়োজন করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। মেলায় মাটির জিনিস, কাপড়, বই, অলংকারসহ নানা পসরা বসেছে।

১ / ৯
মেলার মূল ফটকে উপচে পড়া ভিড়
২ / ৯
মাটির তৈরি বিভিন্ন দ্রব্য কিনছেন ক্রেতারা
৩ / ৯
পছন্দের গয়না দেখছেন নারীরা
৪ / ৯
আছে বইয়ের দোকানও
৫ / ৯
মেলায় শীতের পোশাকও রয়েছে
৬ / ৯
গজা, চানাচুরসহ বিভিন্ন খাবার আছে মেলায়
৭ / ৯
বাবল নিয়ে খেলা
৮ / ৯
মজার পুতুলনাচ
৯ / ৯
বেশি ভিড় গয়নার দোকানে