বঙ্গবাজার যেন এক ধ্বংসস্তূপ

রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ব্যবসায়ীদের স্বপ্ন। আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পাইকারী কেনাবেচার জন্য মজুদ করা হয়েছিল পোশাক। গতকাল মঙ্গলবার সকাল ছয়টায় লাগা আগুনে সব পুড়ে ছাই। ফায়ার সার্ভিস, বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় মানুষের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আসে দুপুর সাড়ে ১২টার দিকে। আজ সকালেও বিভিন্ন জায়গা থেকে নিবু নিবু আগুন বের হচ্ছে। ধ্বংসস্তূপে অপেক্ষাকৃত কম পোড়া শাড়ি, কাপড় সংগ্রহ করতে নিম্ন আয়ের মানুষেরা ভিড় করেন। চারদিকে শুধু পোড়া গন্ধ।

১ / ৮
দোকানপাট সব পুড়ে ছাই। টিনগুলো মুচড়িয়ে আছে মাটিতে। উদ্ধারকাজ চলছে এখনো।
২ / ৮
এখনো ধোঁয়া বের হচ্ছে ধ্বংসস্তূপ থেকে।
৩ / ৮
পোশাকগুলো বেশির ভাগই পুড়ে গেছে।
৪ / ৮
ধ্বংসস্তূপ থেকে অপেক্ষাকৃত কম পোড়া শাড়ি–কাপড় সংগ্রহ করছেন অনেকে।
৫ / ৮
পুড়ে যাওয়া নতুন শাড়ি–লুঙ্গি।
৬ / ৮
অপেক্ষাকৃত কম পোড়া জামা দেখছেন একজন।
৭ / ৮
পোড়া লুঙ্গি নেড়েচেড়ে দেখছেন একজন।
৮ / ৮
পুরো এলাকা যেন এক ধ্বংসস্তূপ।