হাওরে পরিযায়ী পাখিরা
কচুরিপানায় ভরা বগাজান হাওর। সিলেট রেলওয়ে স্টেশন ও ঢাকা-সিলেট মহাসড়ক লাগোয়া হাওরটিকে অনেকেই বগলাজান হাওর নামেও চেনেন। এই হাওরের মাঝখানে স্বচ্ছ পানি। কচুরিপানার মধ্যে ও পানিতে কিচিরমিচির শব্দে খেলা করছে হাজারো পরিযায়ী পাখি। পাখিদের নিয়ে এই ছবির গল্প।