আইপিডিসি–প্রথম আলো প্রিয় শিক্ষক সম্মাননা ২০২২

দেশজুড়ে থাকা অনন্য শিক্ষকদের খুঁজে বের করে সম্মানিত করার জন্য চতুর্থবারের মতো আয়োজিত হলো ‘আইপিডিসি-প্রথম আলো প্রিয় শিক্ষক সম্মাননা ২০২২’। মানুষ গড়ার কারিগর ১ হাজার ৭৭৯ জন শিক্ষক থেকে জুরিবোর্ডের মাধ্যমে যাচাই করে ৯ জন শিক্ষককে বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে সম্মাননা দেওয়া হয়।

১ / ১৫
প্রিয় শিক্ষক সম্মাননা অনুষ্ঠানে এসে প্রতীকী ‘শ্রেণিকক্ষে’ আইপিডিসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মমিনুল ইসলাম, পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম ও প্রথম আলো সম্পাদক মতিউর রহমান
২ / ১৫
এবার সম্মাননা পাওয়া ৯ জনসহ এ পর্যন্ত প্রিয় শিক্ষক সম্মাননা পাওয়া শিক্ষকদের ছবি ও পরিচিতি–সংবলিত প্রকাশনা দেখছেন অতিথিরা।
৩ / ১৫
স্কুলের ঘণ্টা বাজানোর মধ্য দিয়ে শুরু হয় প্রিয় শিক্ষক সম্মাননা অনুষ্ঠান।
৪ / ১৫
দাঁড়িয়ে জাতীয় সংগীতের প্রতি সম্মান প্রদর্শন করেন অনুষ্ঠানে আগত অতিথিরা।
৫ / ১৫
প্রিয় শিক্ষক সম্মাননা অনুষ্ঠান নিয়ে কবির বকুলের লেখা পুঁথিকে গানে রূপ দিয়ে পরিবেশন করেন সাজিদ ফাতেমী ও তাঁর দল নকশীকাঁথা।
৬ / ১৫
প্রিয় শিক্ষক সম্মাননা পাওয়া শিক্ষকদের হাতে সম্মাননা তুলে দিচ্ছেন অতিথিরা।
৭ / ১৫
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আইপিডিসির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মমিনুল ইসলাম।
৮ / ১৫
সম্মাননা পাওয়া শিক্ষকদের মঞ্চে নিয়ে যাচ্ছে উদয়ন উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের স্কাউট সদস্যরা।
৯ / ১৫
প্রিয় শিক্ষক সম্মাননা পাওয়া শিক্ষকদের হাতে সম্মাননা তুলে দিচ্ছেন অতিথিরা।
১০ / ১৫
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন মুহিন।
১১ / ১৫
আইপিডিসি-প্রথম আলো প্রিয় শিক্ষক সম্মাননা ২০২২–এর জুরিবোর্ডের সদস্যরা।
১২ / ১৫
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী কবিতা ‘বিদ্রোহী’ অবলম্বনে নৃত্য পরিবেশনায় আশনা হাবিব ভাবনা ও তাঁর দল।
১৩ / ১৫
প্রিয় শিক্ষক সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম।
TANVIR AHAMMED
১৪ / ১৫
প্রিয় শিক্ষক সম্মাননা পাওয়া শিক্ষকদের হাতে সম্মাননা তুলে দিচ্ছেন অতিথিরা।
১৫ / ১৫
প্রিয় শিক্ষক সম্মাননা পাওয়া শিক্ষকদের সঙ্গে ছবি তোলেন অতিথিরা।