সনাতন ধর্মাবলম্বীদের শিবপূজা

সনাতনী সম্প্রদায়ের ভক্তরা উদ্‌যাপন করেছে শিবপূজা। তারকেশ্বরের আবির্ভাব উপলক্ষে প্রতিবছরই সনাতন ধর্মাবলম্বী নারী ও পুরুষ শিবপূজা করেন। গত সোমবার ভোর থেকে পুণ্যার্থীরা বিভিন্ন আচারের মধ্য দিয়ে শিবপূজা করেন। শিবপূজার বিভিন্ন ছবি নিয়ে এই ছবির গল্প।

১ / ১০
ভৈরব নদে স্নান করে নদের পানি ঘটিতে নিয়ে উঠছেন ভক্তরা।
২ / ১০
দলে দলে স্নান শেষে মন্দিরে অগ্রসর হন শিবের ভক্তরা।
৩ / ১০
পূজায় ব্যবহৃত হয় আকন্দ ফুল। ২০ টাকা এক ছড়া বিক্রি করছেন একজন।
৪ / ১০
হিন্দুধর্মের ভক্তদের ব্যবহারের জিনিস বিক্রি করতে সাজিয়েছেন একজন।
৫ / ১০
শিবের পূজা চলছে।
৬ / ১০
পূজা শেষে একে অপরকে সিঁদুর দিচ্ছেন নারীরা।
৭ / ১০
৩০০ বছরের অধিক পুরোনো খুলনার জোড়া শিবমন্দির। রেলস্টেশন-সংলগ্ন এলাকায় ভৈরব নদের পাড়ে এই মন্দির অবস্থিত।
৮ / ১০
শিবপূজা চলাকালে মন্দিরের ঘণ্টা বাজাচ্ছেন এক ভক্ত।
৯ / ১০
পূজায় ব্যবহৃত হয় বেলপাতা, তা সংগ্রহ করছেন এক নারী।
১০ / ১০
হিন্দুধর্মের বিভিন্ন দেব-দেবীর প্রতিমা বিক্রি করতে বসেছেন এক নারী।