চরের বুকে ডালের চাষ

যমুনা নদীর বুকে দিগন্তজোড়া বিস্তীর্ণ চরাঞ্চল। সেখানে ফলানো হচ্ছে খেসারি, মসুর এবং মটর ডাল। চরাঞ্চলে ডাল চাষ নিয়ে এই ছবির গল্প।

১ / ৮
চরে খেসারি ডালের আবাদ হয়েছে । ফুটে আছে সুন্দর ফুল।
২ / ৮
খেসারি ডাল পরিপক্ব হচ্ছে।
৩ / ৮
মটর ডালের ফুল।
৪ / ৮
চরাঞ্চলে খেসারি ডালের পাশাপাশি মসুর ডালের আবাদ করেছেন চাষিরা।
৫ / ৮
যমুনার চরাঞ্চলজুড়েই সবুজের সমারোহ।
৬ / ৮
খেসারিখেতের পাশ দিয়ে গবাদিপশুর খাবার নিয়ে যাচ্ছেন দুই নারী।
৭ / ৮
খেসারিগাছ গবাদিপশুর প্রিয় খাবার।
৮ / ৮
গবাদিপশুর খাবার হিসেবে প্রতি আঁটি ১০ থেকে ১২ টাকায় বিক্রির জন্য হাটে তোলা হয়েছে।