এই গরমে টেকা দায়
দেশের বড় অংশজুড়ে চলছে দাবদাহ। গরম বাতাস বইছে সর্বত্র। এতে জনজীবনে হাঁসফাঁস অবস্থা। ব্যাহত হচ্ছে মানুষের স্বাভাবিক দৈনন্দিন কার্যক্রম। বাইরে বের হওয়া লোকজন রোদ থেকে বাঁচতে হাতের কাছে যা কিছু আছে, তা দিয়ে মাথা ঢাকার চেষ্টা করছেন। কেউ গলা জুড়াচ্ছেন আইসক্রিম বা পানি খেয়ে। ছবিগুলো আজ দেশের বিভিন্ন এলাকার।
১ / ১০
২ / ১০
৩ / ১০
৪ / ১০
৫ / ১০
৬ / ১০
৭ / ১০
৮ / ১০
৯ / ১০
১০ / ১০