নূর হোসেন চত্বরে বিক্ষোভ, মারধর ও গণজমায়েত

শহীদ নূর হোসেন দিবসে আওয়ামী লীগের ঘোষিত বিক্ষোভ কর্মসূচি কেন্দ্র করে আজ রোববার রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্টে নূর হোসেন চত্বর ও বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ ও মারধরের ঘটনা ঘটেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে। নূর হোসেন চত্বরের কাছে বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটের মূল সড়কে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণজমায়েত কর্মসূচি চলছে।

১ / ৮
শহীদ নূর হোসেন চত্বরে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় গণতন্ত্র মঞ্চ। জিরো পয়েন্ট, গুলিস্তান, ঢাকা, ১০ নভেম্বর।
২ / ৮
আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল হয়
৩ / ৮
বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহল।
৪ / ৮
বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে এক ব্যক্তিকে পেটানো হচ্ছে। বেলা ১১টার দিকে।
৫ / ৮
বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে পুলিশের উপস্থিতিতে এক ব্যক্তিকে পেটানো হচ্ছে। বেলা ১১টার দিকে।
৬ / ৮
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গণজমায়েত। মঞ্চে রয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহ।
৭ / ৮
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা গণজমায়েতে বক্তব্য দেন সারজিস আলম।
৮ / ৮
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা গণজমায়েতের একাংশ।