কিশোর আলোর ১১ বছর

‘আকাশের মতো বাধাহীন’ স্লোগানে গতকাল মঙ্গলবার ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করেছে কিশোর আলো। রাজধানীর কারওয়ান বাজারে কিশোর আলোর কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়। আয়োজনে ছিল শিশু-কিশোর-তরুণদের ঘরোয়া আড্ডা আর গান। ছবিগুলো গতকাল কিশোর আলোর প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান থেকে তোলা।

১ / ১১
জাতীয় সংগীত গেয়ে অনুষ্ঠান শুরু করা হয়।
২ / ১১
অনুষ্ঠানে গান শোনান খৈয়াম সানু সন্ধি।
৩ / ১১
কিশোর আলোর লেখা নিয়ে মতামত দিচ্ছে শিশু-কিশোরেরা।
৪ / ১১
আন্তর্জাতিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অলিম্পিয়াডে পদকজয়ী চার শিক্ষার্থীর তিনজন আরেফিন আনোয়ার, রাফিদ আহমেদ ও আবরার শহীদ।
৫ / ১১
কিশোর আলো নিয়ে নিজের অভিজ্ঞতা শোনান ছড়াকার রোমেন রায়হান।
৬ / ১১
প্রশ্নের উত্তর দিচ্ছেন লেখক তানজিনা হোসেন। তাঁর পাশে কিশোর আলোর সহকারী সম্পাদক আদনান মুকিত এবং সাংবাদিক ও কথাসাহিত্যিক শিবব্রত বর্মন।
৭ / ১১
অনুষ্ঠানে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, বৈষম্যবিরোধী আন্দোলনসহ সব গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
৮ / ১১
অনুষ্ঠানে শুভেচ্ছা জানান বাঁ থেকে কার্টুনিস্ট সব্যসাচী চাকমা ও নাইমুর রহমান।
৯ / ১১
গান শোনান আহমেদ হাসান সানি।
১০ / ১১
কিশোর আলোর ১১তম জন্মদিনে কেক কেটে আনন্দে মাতে শিশু-কিশোরেরা।
১১ / ১১
অনুষ্ঠানের শেষে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও কিশোর আলোর সম্পাদক আনিসুল হকের সঙ্গে সেলফি তোলে কয়েকজন।