সূর্য মামা
শীতকালে তো সূয্যিমামা
মুখ ফিরিয়ে থাকে
মুখটা দেখি হঠাৎ হঠাৎ
কুয়াশার ওই ফাঁকে।
গরমকালে কী ভয়ানক
খটমটে রোদ পড়ে
বিনা ছাতায় ঘর ছেড়েছ?
বুক কাঁপে না ডরে?
তারপরও ভাই এই আলোতেই
আমরা বেঁচে থাকি
অনেক আপন সূর্যটাকে
মামা বলেই ডাকি।
ষষ্ঠ শ্রেণি, সাবেরা সোবহান সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, ব্রাহ্মণবাড়িয়া