ঢাকা জেলার সাভার উপজেলার রাজফুলবাড়ীয়ার শোভাপুর এলাকার প্রধান দুইটি ব্যস্ততম সড়কের পানি নিষ্কাশন ব্যবস্থা খুবই খারাপ। সড়কও সংস্কার করা জরুরি হয়ে পড়েছে। সড়কেরবিভিন্ন স্থানে ব্যাপক গর্ত এবং পানি নিষ্কাশন ব্যবস্থা খারাপ হওয়ার কারণে প্রতিদিন বাসাবাড়ির পানি এসে রাস্তায় জমা হয় এবং সব সময় জলাবদ্ধতা সমস্যা লেগে থাকে।
ফলে পথচারীরা বিশেষ করে স্কুল-কলেজের শিক্ষার্থী, শিল্পকারখানার শ্রমিক, কর্মজীবী মানুষ, রোগী ও জনসাধারণ এই সড়ক দিয়ে রাস্তা পার হওয়ার সময় চরম ভোগান্তির শিকার হন। সড়কটির এমন অবস্থার কারণে নিত্যপ্রয়োজনীয় পণ্য পরিবহনে বিঘ্ন ঘটেছে। রাস্তার ওপর সব সময় ট্রাক অবস্থান করায় জলাবদ্ধতাময় রাস্তা পার হতেও ভোগান্তিতে পড়তে হয়। অগ্নিকাণ্ড বা দুর্ঘটনায় ঘটে তাহলে রাস্তায় অবস্থানরত ট্রাকগুলোর কারণে অ্যাম্বুলেন্স ও ফায়ার ব্রিগেডের গাড়ি সঠিক সময়ে উপস্থিত হতে পারবে না।
সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রতি অনুরোধ অবিলম্বে রাজফুলবাড়ীর শোভাপুরের দুইটি সড়কে পানি নিষ্কাশনে কার্যকরী পদক্ষেপ নেওয়া হোক।
সজল ঘোষ
শোভাপুর, রাজফুলবাড়ীয়া, সাভার