রাজধানীতে বিনোদনকেন্দ্রের সংখ্যা খুব কম। যেগুলো রয়েছে সেগুলো প্রয়োজনের তুলনায় একদমই তুচ্ছ। জরিপ করলে দেখা যাবে, বিনোদনকেন্দ্রগুলোর অধিকাংশ যন্ত্রপাতিই অকার্যকর। খেলার মাঠ না থাকায় শিশুদের শারীরিক বৃদ্ধি ব্যাহত হচ্ছে।
সামাজিক মিথস্ক্রিয়ার বাইরে থাকছে শিশু-কিশোরেরা। শিশুদের জন্য রাজধানীর অন্যতম বিনোদনকেন্দ্র ছিল শাহবাগ শিশুপার্ক। আশপাশে অন্য কোনো বিনোদনকেন্দ্র না থাকায় এটিই ছিল একমাত্র ভরসা। ন্যূনতম খরচে বিনোদন পেত শহরের লক্ষাধিক শিশু-কিশোর। শিশুদের জন্য এই শহরে খুব কম জায়গা রয়েছে। তবুও বিনা পরিকল্পনায় তড়িঘড়ি করেই বন্ধ করা হয়েছিল পার্কটি।
একটি পুরো প্রজন্ম বঞ্চিত হচ্ছে শুধু সমন্বয়হীনতার কারণে। প্রায় ছয় বছর বন্ধ থাকায় নষ্ট হয়েছে কোটি টাকার রাষ্ট্রীয় সম্পদ। বেশ কিছুদিন ধরে সংস্কারের গুঞ্জন চললেও তা বাস্তবায়ন করা হচ্ছে না।
দ্রুত পার্কটি সংস্কার করে শিশু-কিশোরদের ব্যবহার উপযোগী করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি।
নাফিজ-উর-রহমান
শিক্ষার্থী, ঢাকা কলেজ