শিক্ষা ব্যবস্থার সংস্কার

বাংলাদেশে বিদ্যমান শিক্ষা ব্যবস্থা দেশের অর্থনৈতিক অনগ্রসরের অন্যতম কারণ। বিশেষ করে উচ্চতর শিক্ষার ক্ষেত্রে দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে স্নাতক পর্যায়ে যে সকল বিষয়ে পাঠদান করানো হয়, কর্মক্ষেত্রে মুষ্টিমেয় কয়েকটি বিষয় ছাড়া বাকি বিষয়গুলোর বিন্দুমাত্র ভূমিকা নেই।

দেশের বিশ্ববিদ্যালয়গুলো থেকে প্রতিবছর প্রায় ৩ লাখ গ্র্যাজুয়েট বের হচ্ছে। তাদের বড় অংশ দেশে যেমন বেকার থাকছে, বিদেশেও দক্ষ শ্রমবাজারে তারা পিছিয়ে থাকছে। এ ছাড়া দক্ষতার অভাবের কারণে দেশের ভেতরেও বিভিন্ন প্রতিষ্ঠান ও প্রকল্পে ভারত, চীন, জাপান,রাশিয়া প্রভৃতি দেশ থেকে অসংখ্য দক্ষ শ্রমিক আমদানি করা হচ্ছে।

এ থেকে বোঝা যায়, দেশের শিক্ষা ব্যবস্থা আমাদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে পারছে না। ফলে শিক্ষা খাত সংস্কার এখন জরুরি হয়ে পড়েছে। নয়তো এ রাষ্ট্রের উন্নয়ন কোনোভাবে সম্ভব নয়। সাংস্কৃতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতির জন্য শিক্ষা ব্যবস্থার বৈপ্লবিক সংস্কার প্রয়োজন।

মো. তুহিন হোসেন

শিক্ষার্থী, ঢাকা কলেজ