বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্যাম্পাসে মশার উপদ্রব দিন দিন বেড়ে চলেছে, যা শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ক্যাম্পাসের বিভিন্ন এলাকায় পানি জমে থাকার কারণে মশার বিস্তার বেড়েছে। বিশেষ করে বর্ষাকালে এবং শীতের শুরুতে মশার প্রাদুর্ভাব বেশি দেখা যায়।
মশার কামড়ে ডেঙ্গু, ম্যালেরিয়া ও চিকুনগুনিয়ার মতো রোগ ছড়ানোর ঝুঁকি থাকায় স্বাস্থ্যঝুঁকিও বেড়েছে। ক্যাম্পাসের বাসিন্দারা মশার প্রতিরোধে ব্যক্তিগত উদ্যোগ নিলেও, সার্বিকভাবে এ সমস্যা সমাধানের জন্য কার্যকর পদক্ষেপ প্রয়োজন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উচিত নিয়মিত মশকনিধন কার্যক্রম চালানো এবং পানি জমে থাকার কারণগুলো দূরীকরণে যথাযথ পদক্ষেপ নেওয়া। এ ছাড়া ছাত্র হল এবং আবাসিক এলাকার চারপাশে পর্যাপ্ত পরিষ্কার-পরিচ্ছন্নতার ব্যবস্থা নেওয়া জরুরি।
শিক্ষার্থীরা সুরক্ষার জন্য মশারি, মশা তাড়ানোর কয়েল ও স্প্রে ব্যবহার করলেও স্থায়ী সমাধানের জন্য সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
ঈষিকা হক
শিক্ষার্থী, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়