বেহাল রাস্তা

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ৩৬টি ডিপার্টমেন্টের অধীনে প্রায় ১৮ হাজার শিক্ষার্থী পড়াশোনা করছেন। কিন্তু ক্যাম্পাসের ৮টি আবাসিক হলে সব মিলিয়ে প্রায় ৩ হাজার শিক্ষার্থী অবস্থান করতে পারেন।

আর বাকি শিক্ষার্থীদের ক্যাম্পাসের বাইরের বাসাবাড়ি ও মেসে থাকতে হয়। ক্যাম্পাসের পার্শ্ববর্তী মেসগুলোতে কয়েক হাজার শিক্ষার্থীর অবস্থান করেন। এসব শিক্ষার্থীকে ক্যাম্পাসের বিভিন্ন পকেট গেটসংলগ্ন গলি রাস্তা ব্যবহার করতে হয়। লালন শাহ হলের পেছনের রাস্তা দিয়ে সেখানে থাকা শিক্ষার্থীরা যাতায়াত করেন।

কিন্তু এই গলি রাস্তাটি মেইন রাস্তা থেকে বেশ নিচু এবং ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত। দীর্ঘদিন ধরে রাস্তাটি সংস্কার না করায় রাস্তার ইট–পাথর ভেঙে গর্ত তৈরি হয়ে গেছে। সামান্য বৃষ্টিতেই রাস্তাটি পানির নিচে তলিয়ে যায়। বর্ষাকালে এখানকার শিক্ষার্থী ও অন্যান্য পথচারী মানুষের ভোগান্তির যেন শেষ নেই।

তাই অনতিবিলম্বে রাস্তাটি মেরামত করে শিক্ষার্থী ও পথচারী মানুষের চলাচলের ব্যবস্থা করতে সংশ্লিষ্ট প্রশাসনের যথাযথ পদক্ষেপ কামনা করছি।

মাজিদুল ইসলাম

শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়