নাজিরগঞ্জ ফেরিঘাটে ভাড়া নিয়ে অনিয়ম

Galib Mujahid

পাবনা জেলার অন্তর্গত সুজানগর উপজেলা নাজিরগঞ্জ ইউনিয়নের দীর্ঘদিন যাবৎ নাজিরগঞ্জ ফেরিঘাট থেকে ধাওয়াপাড়া ফেরিঘাট পর্যন্ত ভাড়া নিয়ে অনিয়ম চলছে।

স্পিডবোটের সরকার কর্তৃক নির্ধারিত ভাড়া ৮৫ টাকা, দিতে হয় ১২০ টাকা, অনেক সময় ১৫০ টাকা পর্যন্ত দিতে হয়। টোলের ৫ টাকাসহ নৌকার ভাড়া ৫৫ টাকা কিন্তু দিতে হয় ৭০ টাকা। যদি নৌকা না ছাড়ার শিডিউল থাকে তখন অন্য নৌকায় যাওয়ার জন্য টিকিটের ৭০ টাকা দেওয়ার পরেও ১০/২০ টাকা আলাদাভাবে নৌকার মাঝিকে দিতে হয়।

এ ছাড়াও যাত্রীদের ১০ মিনিটের কথা বলে ১ ঘণ্টার বেশি সময় পরে নৌকা ছাড়ে। নাজিরগঞ্জ থেকে ধাওয়াপাড়া যেতে সময় লাগে মাত্র দশ মিনিট। মাত্র দশ মিনিটের পথে অতিরিক্ত ভাড়ার বিষয়টি মোটেও কাম্য নয়। এ ছাড়াও বিষয়টি অনেক যাত্রীর জন্যই কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।

একদিকে অতিরিক্ত টাকা প্রদানের হয়রানির শিকার অন্যদিকে নির্ধারিত সময়ে নৌকা না ছাড়ায় প্রতিনিয়ত ভোগান্তির শিকার হতে হচ্ছে যাত্রীদের। সাধারণ জনগণ তাদের এ চরম দুর্ভোগের কথা জানালেও এখন পর্যন্ত এর স্থায়ী সমাধান মেলেনি। তাই এই জনদুর্ভোগ কমাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ এবং কার্যকর পদক্ষেপ কামনা করছি।

মোছা. ইসমা খাতুন

শিক্ষার্থী, বাংলা বিভাগ

ইসলামী বিশ্ববিদ্যালয়