নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার আরামবাগ মহল্লার রাস্তা সংস্কার করা হচ্ছে। এটি অবশ্যই ভালো উদ্যোগ। এলাকাবাসীর উপকারের জন্য রাস্তাটি সংস্কারের দরকার ছিল। কিন্তু সংস্কারকাজ এমন ধীর গতিতে চলছে, এতে এলাকাবাসী উল্টো ভোগান্তিতে পড়েছেন।
আরামবাগ মহল্লার গ্রামীণ ব্যাংক অফিসের সামনে থেকে দিগদাইর পর্যন্ত রাস্তার উন্নয়ন ছিল স্থানীয় জনগণের বহুদিনের প্রত্যাশা। গত ১০ বছরেও এই রাস্তার কোনো সংস্কার করা হয়নি। দীর্ঘ প্রতীক্ষার পর সংস্কারকাজ শুরু হয়েছে ঠিকই, কিন্তু সেই কাজ চলছে কচ্ছপগতিতে। গত ৩ মাস ধরে এ রাস্তার সংস্কারকাজ পুরোপুরি থেমে আছে।
গ্রামীণ ব্যাংকের অফিসের সামনে থেকে সাব রেজিস্ট্রার অফিস পর্যন্ত রাস্তার দুই পাশে ইটের খোয়া আর বালু ফেলে রাখা হয়েছে। যার ফলে এলাকাটি যেন ধুলোয় আচ্ছাদিত এক রাজ্যে পরিণত হয়েছে। এই রাস্তা দিয়ে কোনো যানবাহন চলাচল করতে পারে না। যানবাহন চলাচল না করায় এলাকার বাসিন্দাদের নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। প্রতিদিন বহু মানুষ সাব রেজিস্ট্রার অফিসে নানা ধরনের কাজে আসেন। তাদের পোহাতে হচ্ছে ভোগান্তি। তাছাড়া এলাকায় বসবাসরত জনগণের প্রতিদিন এই ধুলার সাগর পাড়ি দিয়ে যেতে হচ্ছে গন্তব্যস্থলে।
অসুস্থ ব্যক্তিদের জন্য এতটা রাস্তা হেঁটে চলাচল করা অসম্ভব হয়ে পড়েছে। যেকোনো ভারী মালামাল ও আনা-নেওয়া সম্ভব হচ্ছে না। বেহাল এ রাস্তার কারণে এলাকাবাসী ও বহিরাগতরা অনেক সমস্যার সম্মুখীন হচ্ছেন। তাই সাধারণ জনগণের চলাচলের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে রাস্তাটি দ্রুত মেরামত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।
সাঈদা জাহান
শিক্ষার্থী
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ