কক্সবাজার জেলার অন্তর্গত কুতুবদিয়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সটি সরকারিকরণ করা হলেও উন্নত চিকিৎসার জন্য সব সময় ভোগান্তির স্বীকার হতে হয় রোগীদের। অক্সিজেন ও অ্যাম্বুলেন্সের অভাব প্রতিনিয়তই থাকে। এ ছাড়া উক্ত স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত চিকিৎসক নিয়েও অভিযোগ আছে রোগীদের।
কোনো রোগীকে জরুরি অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চট্টগ্রাম মেডিকেল কলেজে রেফার করা হয়। এই স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে যাওয়ার জন্য নতুন আরেক সমস্যার মুখোমুখি হতে হয় রোগীদের। ঘাট পারাপার, অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা এবং চট্টগ্রামে নিয়ে যেতে যেতে রোগী মৃত্যুর কোলে ঢলে পড়ে।
তাই স্বাস্থ্য অধিদপ্তরের প্রতি অনুরোধ থাকবে, কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সকে যাতে এ দ্বীপের উন্নত চিকিৎসার প্রাণকেন্দ্র হিসেবে গড়ে তোলা হয়। এর জন্য দরকার অক্সিজেন সরবরাহসহ প্রয়োজনীয় যন্ত্রপাতি স্থাপন, অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা ও দায়িত্বশীল চিকিৎসকদের স্বাস্থ্য কমপ্লেক্সে নিযুক্ত করা।
আব্দুল্লাহ নাজিম আল মামুন
শিক্ষার্থী, কুতুবদিয়া