শিশুকে খেলার সুযোগ দিন

শিশুর শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিন্তু বেশির ভাগ অভিভাবক তাঁদের সন্তানদের একটা গণ্ডির মধ্যে বড় করে তুলতে চান। শহরের অভিভাবকদের মধ্যে এই প্রবণতা বেশি দেখা যায়।

আজকাল নির্দিষ্ট বয়সের আগেই শিশুদের ওপর অত্যধিক পড়ালেখার চাপ তৈরি করা হয়। পড়ালেখার বাইরে গ্রামের শিশুদের বাড়ির কাজে লাগানোর জন্য খেলাধুলার সুযোগ দেওয়া হয় না।

এ ছাড়া শিশুশ্রম বৃদ্ধির কারণে খেলাধুলা করার বয়সে অসংখ্য শিশু পড়ালেখা ছেড়ে দিচ্ছে। তারা পরিবারে অর্থের জোগান দিতে ভারী ও কষ্টসাধ্য কাজে যুক্ত হচ্ছে। এতে করে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে নেতিবাচক প্রভাব পড়ছে।

খেলাধুলার মাধ্যমে যথাযথভাবে শিশুর শরীর গঠন হয় এবং মেধা বিকাশের সঙ্গে সঙ্গে শিশুর কর্মস্পৃহা বাড়ে। তবে খেয়াল রাখতে হবে খেলাধুলা করতে গিয়ে শিশুরা যেন অসৎ সঙ্গে মিশে মাদক ও অন্যান্য অপরাধমূলক কাজে জড়িয়ে না যায়।

তাই পড়ালেখার পাশাপাশি শিশুদের খেলাধুলার পর্যাপ্ত সুযোগ দেওয়ার জন্য এবং এ ব্যাপারে সচেতনতা তৈরির লক্ষ্যে সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করছি।

মো. জাহিদ হাসান
শিক্ষার্থী
বাংলা বিভাগ, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া