বাংলাদেশের অন্যতম বৃহত্তম শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয় বিশ্ববিদ্যালয়। লাখ লাখ শিক্ষার্থী তাঁদের উচ্চশিক্ষার স্বপ্ন পূরণ করতে আসেন এখানে। কিন্তু দীর্ঘদিন ধরে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নানা অবহেলা ও বৈষম্যের শিকার হচ্ছেন, যা তাঁদের মধ্যে হতাশা ও ক্ষোভের সৃষ্টি করেছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে সমস্যাগুলোর সম্মুখীন হচ্ছেন, তার মধ্যে সেশনজট, ফল প্রকাশে বিলম্ব এবং শিক্ষার মান ও পরীক্ষাপদ্ধতি উল্লেখযোগ্য। তবে এর মধ্যে সবচেয়ে গুরুতর সমস্যা হলো পরীক্ষায় ভুতুড়ে রেজাল্ট প্রকাশ। অনেক শিক্ষার্থী ভালো প্রস্তুতি নিয়ে এ প্লাস পাওয়ার মতো উত্তরপত্র জমা দিলেও, তাঁরা ফলাফল প্রকাশের পর ফেল হওয়ার মতো অপ্রত্যাশিত পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন।
মানোন্নয়ন পরীক্ষার ক্ষেত্রে নানা ধরনের কঠিন শর্ত আরোপ করা হয়েছে। উদাহরণস্বরূপ, কোনো বিষয়ে সি গ্রেড পেলে মানোন্নয়ন পরীক্ষা দেওয়ার সুযোগ নেই, যা শিক্ষার্থীদের হতাশা বাড়িয়ে দিচ্ছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বরাদ্দ অর্থ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তুলনায় অনেক কম। এ ছাড়া প্রতিবছর অধিভুক্ত কলেজগুলো ভর্তি ফি, পরীক্ষার ফি এবং অন্যান্য ফি বাবদ ৬ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত নিচ্ছে। অথচ এই অর্থ শিক্ষার্থীদের কল্যাণে ব্যবহৃত হচ্ছে না।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য দ্রুত সংস্কারের প্রয়োজন। শিক্ষার মান উন্নয়নসহ ন্যায্য বাজেট বরাদ্দ নিশ্চিত না করলে, এই সংকট আরও ঘনীভূত হবে এবং দেশের ভবিষ্যৎ প্রজন্মের উচ্চশিক্ষার পথ রুদ্ধ হয়ে যাবে।
মোছা. মিথিলা খাতুন
সরকারি আজিজুল হক কলেজ, বগুড়া