জাতীয় পরিচয়পত্র হল একটি সরকার প্রদত্ত আনুষ্ঠানিক নথি, যা একজন নাগরিকের পরিচয় নিশ্চিত করে। এটি বিভিন্ন সেবা গ্রহণ, ভোট প্রদান, ব্যাংকিং কার্যক্রম এবং অন্যান্য নাগরিক সুবিধা পাওয়ার ক্ষেত্রে অপরিহার্য।
সম্প্রতি ১৮তম বেসরকারি শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। সেখানে ভাইবা পরীক্ষার জন্য জাতীয় পরিচয়পত্রের মূল কপি আবশ্যক। উল্লেখ্য ৩১ ডিসেম্বর ২০০১ সাল পর্যন্ত যাদের জন্ম, তাদের ইউনিয়ন পরিষদ থেকে জাতীয় পরিচয়পত্র প্রদান করে।
কিন্তু ১ জানুয়ারি ২০০২ সালের পর যাদের জন্ম তারা পরিচয়পত্র পায়নি৷ এ অবস্থায় চাকরী প্রার্থীদের জাতীয় পরিচয়পত্র আবশ্যক।
নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করছি অতি দ্রুত জাতীয় পরিচয়পত্র প্রদানের জন্য। নিবন্ধন কর্তৃপক্ষকেও সার্বিক পরিস্থিতি বিবেচনা করার অনুরোধ জানায়।
মো. আবদুল্লাহ আলমামুন
শিক্ষার্থী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়