শিক্ষক বদলি

বাংলাদেশ সরকার ২০০৫ সালে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) প্রতিষ্ঠা করে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে যোগ্য শিক্ষক বাছাই করে আসছে। শিক্ষক নিয়োগে কমিটির দুর্নীতি হওয়ায় এনটিআরসিএ সরাসরি শিক্ষক নিয়োগ শুরু করে। এ পর্যন্ত ৫টি গণবিজ্ঞপ্তি ও একটি বিশেষ বিজ্ঞপ্তি দিয়ে প্রায় লক্ষাধিক শিক্ষক নিয়োগ দেওয়া হয়। যা চাকরি প্রত্যাশীদের ব্যাপক প্রশংসা পায়।

কিন্তু জাতীয় মেধা তালিকার ভিত্তিতে নিয়োগ হওয়ার কারণে অনেকের নিজ জেলা বা জেলার আশে-পাশে পছন্দের প্রতিষ্ঠানে নির্বাচিত হতে পারেন নাই। অনেকেই বেকারত্বের অভিশাপ ঘোচাতে দূরবর্তী প্রতিষ্ঠান পছন্দক্রমে রাখতে বাধ্য হয়। কিন্তু, বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের বেতন অত্যন্ত কম।

একজন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের বেতন সাকল্যে ১৩,৫০০ টাকা। এই টাকা দিয়ে কোথাও বাড়ি ভাড়া করে পরিবার নিয়ে জীবন-যাপন করা অসম্ভব। তাই, কর্তৃপক্ষের নিকট বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের নিজ জেলায় বদলির ব্যবস্থা করার জন্য দাবি জানাচ্ছি।

মোহাম্মদ আলী

প্রভাষক